সাবাশ যুবলীগ নেতা আসাদ || হরিণাকুণ্ডু আওয়ামীলীগের আস্তা

হরিণাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধিঃবাচ্চু মিয়া
  • আপডেট টাইম : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ বার পঠিত

 

 

হরিণাকুণ্ডু আওয়ামীলীগের আস্তাভাজন সম্পদ যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ কে উপজেলার তৃণমূল নেতাকর্মীরা দলের পক্ষে তড়ীৎ সিদ্ধান্ত নিয়ে বিএনপির বিরুদ্ধে প্রতিবাদ জঙ্গী মিছিল বের করাতে অভিন্দন সহ সাধুবাদ জানিয়েছেন।

উল্লেখ্য গত ২রা সেপ্টম্বর বিকালে উপজেলা বিএনপি ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে জেলা বিএনপির সণাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এমএ মজিদ এর নেতৃত্ব র‍্যালী বের হয়, থানা পিলিশ, আওয়ামীলীগ নেতা কর্মী সুত্র জানায় প্রিয়নাথ স্কুল থেকে শুরু করে হলবাজার পর্যন্ত শান্তিপূর্ণ র‍্যালী করার কথা থাকলেও একপর্যায়ে মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে স্লোগান দেওয়া সহ পুলিশে সাথে দেওয়া অঙ্গীকার অমান্য করায় বিক্ষিপ্ত ভাবে কয়েকটি স্থানে মৃদু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে তা প্রতিহত করে বিচ্ছিন্ন ভাবে থাকা আওয়ামীলীগ নেতা কর্মীদের রক্ষা করতে তৎক্ষনাৎ উপজেলা মোড় থেকে যুবলীগ নেতা আসাদের সিদ্ধান্তে ও নেতৃত্বে জঙ্গী ও প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি হলবাজার সহ একতারার মোড় প্রদক্ষীন করে বিক্ষীপ্ত বিএনপি নেতা কর্মীদের প্রতিহত করে।

এঘটনায় উপজেলা,ইউনিয়ন সহ ওয়ার্ড আওয়ামীলীগে নেতা কর্মী ও আওয়ামীলীগের পক্ষের সাধারণ মানুষ বলছে সাবাশ আসাদ সাবাশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর