সীমান্তে কথিত ১১৫৪ অবৈধ বাংলাদেশীকে গ্রেপ্তারের দাবি ভারত সরকারের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ২৬৫ বার পঠিত

 

এ বছর ৩১ শে অক্টোবর পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বাংলাদেশী অবৈধ ১১৫৪ জন অভিবাসীকে গ্রেপ্তার করার দাবি করেছে ভারত সরকার। বুধবার রাজ্যসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক লিখিত জবাবে এ কথা জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে অনলাইন এনডিটিভি। একই দিনে নাগরিকত্ব সংশোধনী বিল অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীপরিষদ। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে নির্যাতিত হয়ে যেসব অমুসলিম সংখ্যালঘু ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেয়ার জন্য ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন করতে এই সংশোধনী বিল আনা হয়েছে। আগামী সপ্তাহে এটি পার্লামেন্টে উঠার কথা রয়েছে। বিলটি নিয়ে মঙ্গলবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর বেশ কিছু রাজনীতিক যেমন মনিপুর, নাগাল্যান্ড এবং আসামের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আলোচনা করেছেন নর্থ ইস্ট ফোরাম ফর ইনডিজিনিয়াস পিপল, মনিপুর পিপল এগেইনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এবং বিভিন্ন নাগরিক সংগঠনের সঙ্গে। আসাম ভবনে ওই মিটিংয়ে উদ্ভূত সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

নিউজ-মানবজমিন

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর