সুজন ও পিএফজি’র উদ্যোগে কুষ্টিয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলার প্রতিনিধি।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫১ বার পঠিত

 

‘‘তথ্য আমার অধিকার,জানতে হবে সবার’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুজন ও পিএফজি (পিচ ফেসিলিটটরস গ্রুপ)’র যৌথ উদ্যোগে কুষ্টিয়াতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় শহরের চিলিঢ পার্কে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের এম ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আসিফ ইকবাল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মুকুল খসরু, সাংবাদিক শাহীন রেজা, প্রভাষক জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর তাজনিহার বেগম, আফরোজা ইসলাম, সাবিনা জাফর সাবেরা খানম, রোজিয়া মান্নান, অমিত হাসান, সেলিম রেজা, সাংবাদিক রেজাউল করিম রেজা, আব্দুল খাবির সহ আরো অনেকে।

তারা তাদের বক্তব্যে বলেন, ২৮সেপ্টেম্বর ২০২১ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। ২০১৫ সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। দি হাঙ্গার প্রজেক্ট ও নাগরিক সংগঠন সুজনের উদ্যোগে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ বছরেও সারাদেশে দিবসটি উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন দৈনিক পত্রিকা পত্রিকার সম্পাদক শামসুন্নাহার সীমা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর