সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জে স্বর্ণের দোকান ও ফার্মেসীতে ডাকাতির ঘটনার মুলহোতা আরশ আলী গ্রেফতার
ছাতকে এসআই হাবিবুর রহমান’র অসাধারণ পারফরমেন্স
সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জে অভিনব পন্থায় ৩টি স্বর্ণের দোকান ও একটি ফার্মেসীতে ডাকাতির ঘটনায় মুলহোতা আরশ আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত হলো, উপজেলার দিঘলী (রামপুর) গ্রামের মৃত. মদরিছ আলীর ছেলে। পুলিশ সুপার সুনামগঞ্জ মিজানুর রহমান (বিপিএম) সহ সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মো. বিল্লাল হোসেন, ছাতক থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম। এসআই মহিন উদ্দিন, এএসআই মোহাম্মদ আলী শিপন সহ পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।