সেবামূলক কার্যক্রমে ১৩১ টি ক্লাবের মধ্যে ৩ টিতেই লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রথম স্হান অধিকারের গৌরব অর্জন করেছে।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি১,বাংলাদেশ এর আয়োজনে ঢাকার গুলশান অটোবি কনভেনশন হলে অক্টোবর-২০২২ সার্ভিস মাসের অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়েছে।
১০৬ বছরের ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি১, বাংলাদেশ এর ঘোষণা অনুযায়ী সেবামূলক কাজ চক্ষু অপারেশন, গাছের চারা রোপন ও খাবার বিতরণে প্রথম স্থান অধিকার করে লায়ন্স ক্লাব ঢাকা প্রেসিডেন্সি।
আর এ ৩ টি কাজের জন্য বিশেষ অবদান যিনারা রেখেছেন তিনারা হলেন, সভাপতি লায়ন ডাক্তার সাইদুর রহমান সৈবাল, সেক্রেটারি লায়ন ইঞ্জিনিয়ার তাসজিদ তূর্য ও অর্থ সম্পাদক লায়ন হেলাল উদ্দিন হিলু।