স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত গুণীজন নাগরিক সংবর্ধনা কমিটি চট্টগ্রামের ৬ষ্ঠতম সভা ও মতবিনিময় গতকাল ১৪মে সন্ধ্যা ৭টায় নগরের চন্দনপুরাস্হ এনএসি ভবনে সংগঠনের আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবী লায়ন প্রকৌশলী জাবেদ আবছার চৌধুরীর সভাপতিত্বে ও সমন্বয়কারী স ম জিয়াউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ড. শেখ এ রাজ্জাক রাজু, যুগ্ম আহ্বায়ক হাসিনা জাফর, এম এ সবুর, মো. কামাল উদ্দিন, ভাস্কর ডি কে দাশ মামুন, সদস্য অধ্যাপক মাসুদ রানা, অধ্যাপক শহিদুল ইসলাম, ড. শফিউল আজম, ডা. হুমাইরা কানিজ, প্রকৌশলী অনুরূপ চৌধুরী, মো. হাসান মুরাদ, এম এ হাশেম, জসিম উদ্দিন চৌধুরী, কেফায়েত উল্লাহ আরকান, জান্নাতুন ফেরদৌস বৃষ্টি, ফাতেমা আকতার ডলি মো মহিউদ্দিন, মো মাইনুল ইসলাম, মো মাসুদ রানা, হারাধন চৌধুরী, মো ইসমাইল,মো সেলিম উদ্দিন, মো শেষ আব্দুল্লাহ।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম হচ্ছে গুণীজনের তীর্থভূমি। দেশখ্যাত নয় বিশ্বখ্যাত ব্যক্তিত্বরাও জন্মগ্রহণ করেছে এই বীর প্রসবিণী চট্টগ্রামে। আগামী প্রজন্মের কাছে এসব গুণীজনদের তুলে ধরলে জাতি ও প্রজন্মরা এগিয়ে যাবে।