ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ‘আত্মহত্যা সম্পর্কে ইসলামের বিধান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। বখাটেদের উৎপাত, মা-বাবার বকুনি, পারিবারিক বিপর্যয়, মানসিক অশান্তি, নারী নির্যাতন, ধর্ষণ, আর্থ-সামাজিক প্রেক্ষাপট, মূল্যবোধের অবক্ষয়সহ আত্মহত্যার নানা দিক নিয়ে অনুষ্ঠিত এই আলোচনায় সভাপতিত্ব করেণ ইউএনও সৈয়দা নাফিস সুলতানা।
উপজেলার বিভিন্ন মসজিদের ঈমাম ও ইসলামিক ফাউন্ডেশনের গনশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এই আলোচনায় প্রধান আলোচক ছিলেন ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন এসিল্যান্ড সেলিম আহম্মেদ, ওসি আব্দুর রহিম মোল্লা ও প্রেস ক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা শামছুর রহমান, ফিল্ড সুপারভাইজার লুৎফর রহমান, শিক্ষক প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুন, ঈমাম সমিতির সভাপতি মঈনুদ্দিন আহম্মেদ, ঈমাম তৈয়বুর রহমান, আব্দুর রাজ্জাক প্রমূখ বক্তব্য দেন।