ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ২২০ গ্রাম গাঁজা সহ শরৎ আলী (৫০) নামে এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) বিকাল ৫ টা ৩০ মিনিটের দিক উপজেলার রামনগর বটতলা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সারোয়ার হোসেন শরৎ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা জামজামী ইউনিয়নের মধুপুর গ্রামের মোঃ সাখাওয়াত উল্লাহ মন্ডলের ছেলে।
হরিণাকুণ্ডু থানা পুলিশ সুত্রে জানা গেছে, আটক শরৎ আলী একজন মাদক ব্যবসায়ী,থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা এর নির্দেশে,গোপন সংবাদের ভিত্তিতে ঔই এলাকায় এসআই হুমায়ূন কবির এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার রামনগর বটতলায় অভিযান চালানো হয়। এসময় মাদক সহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। বুধবার ২ মার্চ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।