ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে স্মার্ট ভিলেজ হিজলী গ্রামে দেশি মুরগী পালন ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
স্মার্ট ভিলেজ হিজলী গ্রাম্য অর্থনীতি বিষয়ক প্রশিক্ষণে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে কাপাশাটীয়া ইউনিয়নের স্মার্ট ভিলেজ হিজলী গ্রামে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার এর সভাপতিত্বে এসময় বিশেষ উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক
মো: আরিফুল ইসলাম,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন,পৌর মেয়র মো:ফারুক হোসেন,কৃষি কর্মকর্তা হাফিজ হাসান,থানা অফিসার ইনচার্জ(ওসি)মো.আবু আজিফ,ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান,সমাজসেবা কর্মকর্তা শিউলী রানী সহ প্রিন্ট্র ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নত ধ্যান-ধারণা যুক্ত করে স্মার্ট বাংলাদেশের মহাসড়কে আমাদের গ্রামকে শহরে রুপান্তর করতে হবে।তবে দক্ষ জনবল বা স্মার্ট পিপুল ছাড়া সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে না।