ঝিনাইদহ জেলা প্রশাসক এস,এম রফিকুল ইসলাম মঙ্গলবার হরিণাকুণ্ডু পৌরসভা,পৌর ভূমি অফিস সহ ৬নং ফলসী ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে জঙ্গীবাদ,বাল্যবিবাহ,আত্মহত্যা,সন্ত্রাসসহ কিশোর গ্যাং তৎপরতা ঠেকাতে,আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখা কালীণ সময়ে সভায় উপস্থিত নাবালক নাবালিকা ছেলে মেয়েদের পিতা মাতা সহ অভিভাবকদের তাদের সন্তানদের সাবালক ও সাবালিকা না হওয়া পর্যন্ত বিবাহ দেবেনা মর্মে অঙ্গীকার করান।
ইউপি চেয়ারম্যান এ্যাডঃ বজলুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম টিপু মল্লিক,থানা ওসি(তদন্ত) মোঃ আবুল খায়ের।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রসনজিৎ সাহা এবং মেহেদী হাসান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম ইশা ও মহিলা ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে পরিষদ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন জেলা প্রশাসক।
সকালে পৌরসভা পরিদর্শন কালে জেলা প্রশাসক এস,এম রফিকুল ইসলাম পৌর মেয়র ফারুক হোসেনের সাথে নানা বিষয়ে মতবিনিময় শেষ সন্তোষ প্রকাশ করেন। এসময় পৌর প্যানেল মেয়র, সচিব,প্রকৌশলী, প্রধান অফিস সহকারী, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর গণ উপস্থিত ছিলেন। একই সময়ে পৌর ছাদ বাগান পরিদর্শন করেন জেলা প্রশাসক।
পরে পৌর ভূমি অফিস পরিদর্শন কালে ভূমি কর্মকর্তা তৌহিদুর রহমানকে ভূমি কর আদায় বৃদ্ধি সহ ভূমী সেবা সমুন্নত রাখতে নির্দেশনা প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, সহকারী কমিশনারের কার্যালয়ের প্রধান অফিস সহকারী মোঃ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।