ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা পুলিশ ঝিনাইদহ সদর সহ হরিণাকুণ্ডু উপজেলা এলাকা থেকে তিন জন সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।
শুক্রবার (২৫ নভেম্বর ) সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেফতার করা হয়।
হরিনাকুণ্ডু থানা পুলিশ সুত্রে জানা গেছে, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশে সোর্স নিয়োগের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার রাতে এসআই মহাসিন এর নেতৃত্বে এএসআই জসিম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করেন।
থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,গ্রেফতারকৃত পারীজারী ১০/১৯ মামলার তিন(০৩) মাসের বিনাশ্রম দন্ড প্রাপ্ত উপজেলার সাবেক বিন্নী গ্রামের সিরাজুল ইসলাম দুলালের পুত্র হাসানুর রহমান রাজাকে ঝিনাইদহ পাগলাকানাই ইউপির গয়েশপুর গ্রাম থেকে এবং সিআর ৪৭০/১২ মামলার পাঁচ(০৫) বছরের সশ্রম ও দশ(১০,০০০/-)হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন(০৩) বছর সশ্রম দন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার পোল ভাতুড়িয়া গ্রামের চৈতন্য বিস্বাসের ছেলে চঞ্চল বিশ্বাস ও একই গ্রামের অজিৎ কুমারের ছেলে বিশ্ব বিশ্বাস কে হরিণাকুণ্ডু উপজেলা এলাকা থেকে একই রাতে গ্রেফতার করা হয় এবং পরদিন শনিবার ২৬ নভেম্বর সকালে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।