হরিণাকুণ্ডুতে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৫৪ হাজার টাকা জরিমানা

হরিণাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধিঃবাচ্চু মিয়া
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৭৩ বার পঠিত

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর নির্দেশনায় দুইদিনে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত পরিচালোনা করে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করলেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন।

মঙ্গলবার বিকালে তিনি উপজেলার ভবানীপূর বাজারে পাইকারি মূদী ব্যবসায়ী ভবানীপূর গ্রামের মৃত কেয়ামুদ্দীন এর ছেলে আজিমুদ্দীন কে পণ্যে অবৈধ প্লাস্টিকের মোড়ক ব্যবহারের দায়ে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ সালের ১৪ ধারায় চার হাজার(৪০০০/-) টাকা জরিমানা করেন।

 

এছাড়াও সোমবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন উপজেলার চারাতলা বাজারে কাঠ পুড়িয়ে কয়লা তৈরী কাজে নির্ধারিত পরিমানের অতিরিক্ত পরিবেশ দূষক(কার্বণমনোক্সাইড) বাতাসে ছড়ানোর অপরাধে পাইরাডাঙ্গা গ্রামের আয়ুব হোসেনের ছেলে ডালিম হোসেন কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সালের ১৫(১) এর ১০ ধারায় পঞ্চাশ হাজার(৫০,০০০/-)টাকা জরিমানা করেন।
এ সকল সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তের ঝিনাইদহ জেলার পরিচালক মুনতাসির রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সার্টিফিকেট সহকারী রাসেল আহম্মেদ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত পরিচালোনা কাজে হরিণাকুণ্ডু থানার পুলিশ অফিসার সহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর