হরিণাকুণ্ডুতে দ্রব্যমূল্যের উর্ধবগতি ঠেকাতে বাজার মনিটরিং

হরিনাকুণ্ডু(ঝিনাইদহ)থেকে রাব্বুল হুসাইন
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৪১৬ বার পঠিত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে তরমুজ সহ দ্রব্যমূল্যোর উর্ধবগতি ঠেকেতে বাজার মনিটরিং এ মাঠে নামলেন ভারপ্রাপ্ত ইউএনও । জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজার মনিটরিং করা হয়।

মোবাইল কোর্ট অভিযানে সোমবার (৪ এপ্রিল) বিকালে উপজেলা শরের বিভিন্ন বাজার সহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)সেলিম আহমেদ।এসময় দুইটি প্রতিষ্ঠানকে ১৫০০/– জরিমানা করা হয়।

হরিণাকুণ্ডু থানা পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন। এসময় ভারপ্রাপ্ত নির্বাহী অফিসারের অফিস সহকারী আসাদুল ইসলাম, প্রোসেস সার্ভার মঞ্জু মিয়া উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত ইউএন ও সেলিম আহমেদ বলেন, বর্তমানে তরমুজ, ভোজ্য তেল,সিলিন্ডার গ্যাস, চাল, চিনি, পেঁয়াজ, সবজি, পোলট্রিসহ নিত্য প্রয়োজনীয় পণ‌্যর মূল্য তালিকা ক্রয়-বিক্রয় রসিদ তদারকি করা হয়।
এই পন্য নিয়ে ব্যবসায়ীরা নৈরাজ্য সৃষ্টি করছেন। এছাড়া নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস সিলিন্ডার বিক্রিসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর