ঝিনাইদিহের হরিনাকুন্ডু উপজেলা বিএনপির অন্তর্গত ঝিনাইদহ জেলা বিএনপির নব-নির্বাচিত নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তাইজাল হোসেনের সঞ্চলনায় ও
হরিনাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ আবুল হাসান মাস্টারের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম.এ মজিদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনাকুন্ডু পৌর বিএনপির সভাপতি মোঃ জিন্নাতুল হক খান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আনিচুর রহমান।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন শফি উদ্দিন(সদস্য উপদেষ্টা পরিষদ জেলা বিএনপি), মোঃ আজিজুর রহমান মন্টু,(সদস্য উপদেষ্টা পরিষদ),মাওলানা কামাল হোসেন, (যুগ্ম সাধারণ সম্পাদক) মোঃ আফাঙ্গীর বিশ্বাস(যুগ্ম সাধারণ সম্পাদক),মোঃ মুক্তার হোসেন(সহ সাংগঠনিক সম্পাদক),মোঃ হাফিজুর রসিদ স্বপন(কৃষি বিষয়ক সম্পাদক)মোঃ আশরাফুল ইসলাম পিন্টু( যুব বিষয়ক সম্পাদক),
মোঃ ইব্রাহিম বিশ্বাস(তাতী বিষয়ক সম্পাদক),
মোঃ শরিফুল ইসলাম খোকন(সহ প্রচার সম্পাদক),
মোঃ মতিয়ার রহমান(সহ ধর্ম বিষয়ক মম্পাদক)
নব নিবনির্বাচিত সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান,হরিনাকুণ্ডু উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।