ঝিনাইদহের হরিণাকুণ্ডু শিল্পকলা একাডেমিতে নাট্য ও যাত্রা শিল্পিদের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউনে কোনঠাসা হয়ে পড়া ৩১ জন নাট্য ও যাত্রা শিল্পিদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা।
মঙ্গলবার বিকালে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু সাইদ টুনু সহ শিল্পকলা একাডেমির নেতৃবৃন্দ ও শিল্পিরা উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে যাত্রা শিল্পিদের আয়োজনে করোনাকালীন প্রেক্ষাপট নিয়ে সচেতনতামূলক যাত্রা প্রদর্শিত হয়।