ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে তুফান নামে ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয় তুফানের । তুফান হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের লক্ষীপুর গ্রামের জাহাঙ্গীর খোন্দকারের ছেলে।
স্থানীয়রা জানান, তুফানকে ছেড়ে দিয়ে মা দুপুরে কাজ করছিল। এরপর আর তুফানের কোন খোজ পায় না। পরিবারের লোকজন অনেক খুজতে থাকে। পরে বাড়ীর পাশের পুকুরে তুফানের মরদেহ ভাসতে দেখতে পায় পরিবারের লোকজন।
হরিণাকুণ্ডু থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে।এবিষয়ে থানায় একটি অপমৃত্যের মামলা হয়েছে বলে জানান হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ মোঃসাইফুল ইসলাম।