হরিণাকুণ্ডুতে বাঘা যতীনের পৈতৃক ভিটা এবং লালন ভিটা সহ একাডেমী পরিদর্শন করলেন জেলা প্রশাসক হরিণাকুণ্ডু

হরিনাকুণ্ডু(ঝিনাইদহ)থেকে রাব্বুল হুসাইন
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৯ বার পঠিত

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপূর ইউনিয়নের রিশখালী গ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নায়ক ভারতবর্ষ ক্ষ্যত বিপ্লবী বাঘা যতীন এর পৈতৃক ভিটা ও নির্মাণের অপেক্ষায় একাডেমী স্থান এবং জোড়াদাহ ইউপির হরিশপূর গ্রামে লালন ভিটা ও লালন একাডেমী পরিদর্শন করলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম।

 

এসময় ফুল দিয়ে সদ্য যোগদান কৃত জেলা প্রশাসককে বরণ করে নেওয়া হয়। মঙ্গলবার বিকালে প্রথমে তিনি বিপ্লবী বাঘা যতীন এর পৈতৃক ভিটা ও বাঘা যতীন একাডেমীর স্থান পরে সন্ধায় মরমি সাধক ফকির লালন সাঁইয়ের জন্মস্থান ও সিরাজ সাঁইজির মাজার সহ লালন একাডেমী পরিদর্শন কালে একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক নিজেকে ধন্য মনেকরে অভিমত ব্যক্ত করেন, এসময় তিনি বলেন এরকম দুইটি ক্ষ্যতনামা জগৎক্ষ্যত প্রতিষ্ঠানের সভাপতি হওয়ায় নিজেকে গর্বিত মনে করছি।বিপ্লবী বাঘা যতীন ভিটায় তার পতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেন তিনি।

 

একাডেমির সাধারণ সরোয়ার জাহান বাদশার সঞ্চালনায় এবং লালন একাডেমির সভায় বিশিষ্ট সাহিত্যিক সুমন শিকদারের সঞ্চালনায় এসকল সময় উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন,উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সেলিম আহমেদ,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম,পৌরসভার মেয়র ফারুক হোসেন, থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা,লালন একাডেমির সাধারণ সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম,দৌলতপূর ইউপি চেয়ারম্যান ডাঃ আবুল কালাম আজাদ, জোড়াদাহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া,সাবেক ইউপি চেয়ারম্যান নাজমূল হুদা পলাশ,হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এইচ মাহবুব মিলু, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ফিরোজ সালাউদ্দীন, যুগ্ম-আহবায়ক রাফেদুল হক সুমন, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রুবেল রানা,প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক রাব্বুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ। লালন একাডেমির আলোচনা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন কন্যা বিনা সহ শিল্পিরা লালন সংগীত পরিবেশন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর