হরিণাকুণ্ডুতে লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় জরিমানা করলেন সহকারী কমিশনার (ভূমি)। লকডাউন চলাকালীন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় মঙ্গল ও বুধবার দুইদিনে ১১টি মামলায় ৬হাজার ২শত টাকা জরিমানা করলেন উপজেলা সহকারী (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী।
এসময় উপজেলার পারমথুরাপূর বাজার,শাখারীদহ বাজার,চারাতলা বাজার সহ বিভিন্ন বাজারে ও মোড়ে দোকান খোলা রাখা,মাস্ক পরিধান না করা,হেলমেট বিহীন মোটরসাইকেল চালনাসহ বিভিন্ন অপরাধে তিনি এই জরিমানা করেন। এছাড়াও মাস্ক বিহীন মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন,সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) এর সাথে ছিলেন সার্টিফিকেট সহকারী রাসেল আহম্মেদ।