ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে টানা ১৪দিন লকডাউনের ১৩ দিনে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ অমান্য করায় ৩টি মামলায় ২ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা।
বুধবার দুপুরে তিনি উপজেলা মোড়,হল বাজার, হরিণাকুণ্ডু হাট ও বাজারসহ বিভিন্ন মোড় ও বাজারে লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করা, দোকান খোলা রাখা,মাস্ক পরিধান না করা সহ বিভিন্ন অপরাধে এই জরিমানা করেন।
সেনাবাহিনীর ও হরিণাকুণ্ডু থানা পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন।
এসময় নির্বাহী অফিসারের অফিস সহকারী আসাদুল ইসলাম, প্রোসেস সার্ভার মঞ্জু মিয়া উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা বলেন মৃত্যুর মিছিল ছোটো করতে, জনগণকে সচেতন করা সহ করোনার হাতথেকে বাচাতে লকডাউনে ভ্রাম্যমান আদালতে জরিমানা অব্যাহত থাকবে।