ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের বেড বিন্নী গ্রামের মরহুম অখিল উদ্দীন এর সূর্য সেনা রনাংগনের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজেউন),উপজেলার বেড় বিন্নী গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম যার গেজেট নং ২৮৬, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৩ ঘটিকার সময়ে বার্ধক্যজনিত অসুস্থতায় যশোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বেলা ২ টা ৩০ মিনিটে তাকে তার নিজ বাসভবন প্রাংগনে রাষ্টীয় মর্যাদায় গার্ড ওফ অনার প্রদান করে উপজেলা প্রশাসন। পরে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবার কবরস্থানে দাফন করা হয়। চৌকশ পুলিশ সদস্যদের গার্ড ওফ অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন,চাঁদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কামাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা সাকের আলী,বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মহী উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান,বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দীন প্রমূখ। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের মাতম।
পারিবারিক সূত্রে জানাগেছে মরহুম বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মৃত্যুকালে তিনি ২টি পুত্র এবং ২টি কন্যা সন্তান রেখে গেছেন। এসময়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)সেলিম আহম্মেদ।