হরিণাকুণ্ডুতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিতঃ
হরিণাকুণ্ডু থেকে মোঃ রাব্বুল হাসান :-
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা।
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারমান মোঃ জাহাঙ্গীর হোসাইন।
এ সময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার ( ভুমি) রাজিয়া আক্তার চৌধুরী, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, ইউপি চেয়ারমান ফজলুর রহমান, প্রেস ক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রাফেদুল হক সুমন প্রমূখ বক্তব্য দেন।