হরিণাকুণ্ডুতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালণ ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতী সভা অনুষ্ঠিত

হরিনাকুন্ড (ঝিনাইদহ) থেকে বাচ্চু মিয়া
  • আপডেট টাইম : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১২৩ বার পঠিত

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালণ ও ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতী মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে এই সভা দুইটি পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে প্রস্তুতী মূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।
এছাড়া এসময় পরামর্শ মূলক বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন,মুক্তিযুদ্ধের পক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রেজাউল ইসলাম গেন্দা, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন।
সভায় উপস্থিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ মুক্তার আলী, উপজেলা প্রকৌশলী রাকিব হাসান, ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ, শরাফত দৌলা ঝন্টু, নাজমূল হুদা তুষার,বশির উদ্দীন,জাহিদুল ইসলাম বাবু, ফলসী ইউপির প্যানেল চেয়ারম্যান এমডি মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন জামাল উদ্দীন,আব্দুস সাত্তার,তাহাজ উদ্দীন,ইয়াকুব আলী,আজিজুর রহমান বিষু,আবুল হোসেন।
কর্মকর্তাদের মধ্যে পল্লীবিদ্যুৎ ডিজিএম প্রকৌশলী ইউনুস আলী,উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ রুহুল আমীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, উপজেলা সহকারী প্রোগ্রামার ওয়াসিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শিউলী রাণী,আমার বাড়ী আমার খামার কর্মকর্তা,বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক নাজমা সানাওয়াত,ইসলামী ফাউন্ডেশন সুপারভাইজার ওলিয়ার রহমান রনি, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম, আনসার ভিডিপি কর্মকর্তা, ফায়র সার্ভীস স্টেশন অফিসার সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান।
সভায় সকলের সন্মতীক্রমে যথাযোগ্য মর্যাদায় দিবস দুইটি পালন ও উদযাপনে নানামুখী কর্মসুচী বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর