ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে বাংলাদেশ হিন্দু,বৈদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ,বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদ, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ হরিণাকুণ্ডু উপজেলা শাখার আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মার্চ) বিকালে চিথলিয়াপাড়া পুঁজা মন্দির প্রাঙ্গণে উপজেলার পুঁজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিশ্ব নাথ সাধুখাঁ এর সঞ্চালনায় সনাতন ধর্মাবলম্বীদের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশের পুঁজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ঝিনাইদহ জেলা পুঁজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান,সাবেক জেলা প্রশাসক এবং সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান,বাবু কনক কান্তি দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হরিণাকুণ্ডু পৌর সভার এক নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর নিখিল কুমার বিশ্বাস,বাংলাদেশ হিন্দু,বৈদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাস,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি বিনয় কৃষ্ণ বিশ্বাস,যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ঝিনাইদহ জেলা শাখার প্রসেঞ্জিদ ঘোষ শিপন,বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের জেলা শাখার আহব্বায়ক বিনয় কুমার বিশ্বাস প্রমূখ।
আগামী পহেলা এপ্রিল ঝিনাইদহ জেলাতে সনাতন ধর্মাবলম্বীদের সম্মেলন সফল করার লক্ষে উপজেলার শত শত নেতা কর্মীদের আগমনে মূখোরিত হয়।চিথলিয়াপাড়ার এই পুঁজা মন্দিরে সৃষ্টি হয় এক মিলন মেলা।বক্তারা আবারও আগামী নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী করে,আ’লীগকে সংসদে পাঠানোর আহব্বান জানান।