ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আওয়ামী সেচ্ছাসেবকলীগের পৌর শাখার সাবেক যুগ্ম-আহবায়ক শামীম আহম্মেদ কে, কে বা কাহারা গুলি করে হত্যা করেছে।
হত্যার ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর মৃত শামীম আহম্মেদের বাসভবণের সন্নিকটে পাকা রাস্তার ধারে খালপাড়ে শাকোর মাথায়।
শামীম আহম্মেদ হরিণাকুণ্ডু পৌরসভাধীন ১নং ওয়ার্ড সুড়া গ্রামের মোঃ গোলাম রসুল জোয়ার্দ্দারের ছোট ছেলে।
মৃত শামীম আহম্মেদের পারিবারিক সুত্র জানায় বৃহস্পতিবার রাতে এশার নামাজ আদায় শেষে খাওয়া দাওয়ার পর কোনো একজনের সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ীথেকে বেরিয়েছিল শামীম আহম্মেদ।
ঘটনার পরপরই থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে গুলিবিদ্ধ অবস্থায় পড়েথাকা শামীম আহম্মেদ কে উদ্ধার করে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তাত তাকে পরীক্ষা নিরিক্ষা শেষে মৃত ঘোষনা করেন।শুক্রবার সকালে মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ প্রেরণ করেছে থানা পুলিশ।
হত্যা ঘটনার ১ঘন্টার মাথায় ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ আজিম উল আহসান,অতিরিক্ত পুলিশ সুপার(এ্যাডমিন) মোঃ ইমরান জাকারিয়া,হরিণাকুণ্ডু-শৈলকুপা সার্কেল আমীত বর্মণ সহ ঝিনাইদহ পিবিআই ও সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় পুলিশ সুপার হত্যার মটিভ উদ্ধারে থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমানকে বিভিন্ন নির্দেশনা দেন।
এ ঘটনায় হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জানান সত্তর এ হত্যার সাথে জড়িতদের তদন্ত পূর্বক আইনের আওতায় আনাতে পুলিশ কাজ করে চলেছে।