হরিণাকুণ্ডুতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

হরিণাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধিঃবাচ্চু মিয়া
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৯১ বার পঠিত

 

 

 

হরিণাকুণ্ডুতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরাল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাফেদুল হক সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল রানার সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও পৌরসভার মেয়র ফারুক হোসেন। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, শরাফত দৌলা ঝন্টু, জাহিদুল ইসলাম বাবু মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুল হক জুয়েল, ছাত্রলীগ সভাপতি নাজমুল হুসাইন, সরকারি লালনশাহ কলেজ ছাত্রলীগের সভাপতি শিমুল আহম্মেদ, সাধারণ সম্পাদক রানা মিয়া, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুসাইন আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নিস্তাক আহম্মেদ সজিবসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
পরে কেক কেটে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ ছাড়া এসব অনুষ্ঠানের আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর