ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় স্মার্ট ভিলেজ(হিজলী গ্রাম) পরিদর্শনকালে মুদ্ধ হওয়ার পাশাপাশি সন্তোষ প্রকাশ করলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহামুদ শরিফ।
এসময় তিনি আড়ং উপকেন্দ্রে মেয়েদের সাথে মতবিনিময় কালে তাদের কথা মনদিয়ে শোনেন এবং করনীয় ব্যাক্ষা করেন, এছাড়াও একই সময়ে ঐ গ্রামের কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন, পর্যায়ক্রমে হিজলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের সাথে সময় কাটান, এসময় তিনি শিক্ষার্থীদের হাতে ফুটবল,ক্রিকেট সেট তুলে দেন, এছাড়াও ডিজিটাল কক্ষে শিক্ষার্থীদের ফটোস্পব ক্লাস নেন এবং কয়েকটি শ্রেণীকক্ষে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস নেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে ইনোভেশন “স্মার্ট ভিলেজ” বিষয়ক মতবিনিময় সভায় হিজলী গ্রামবাসীদের উদ্যোগে বক্তব্য রাখেন তিনি। আলোচনা শেষে মহিলাদের মাঝে সেলাইমেশিন ও কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করেন।
পর্যায়ক্রমে তিনি চাঁদপূর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করার পাশাপাশি ঝিনাইদহ জেলার ছয় উপজেলাতে ৬৭টি ইউমেনস্ সেন্টার নির্মাণের অংশ হিসাবে প্রথম হরিণাকুণ্ডুর চাঁদপূরে উইমেনস্ সেন্টারের উদ্বোধন করেন।
দুপুরে কাপাশহাটিয়া ইউনিয়নের গোপালনগর গ্রামে ভূমিহীনদের জন্য নীর্মিত ঘর পরিদর্শন করার সময় ঘরের বসতির সাথে মতবিনিময় করেন। এরপর সুনামধন্য শিশুকলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সাথে কুশলবিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন শেষে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পুস্তকের মোড়ক উন্মোচন করেন তিনি।
সকল সময় সাথে ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, ডিডিএলজি ঝিনাইদহ মোঃ ইয়ারুল ইসলাম,ঝিনাইদহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা,হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, খুলনা বিভাগীয় কমিশনারের একান্ত সচিব এএসএম শাহ্ নেওয়াজ মেহেদী,সহকারী কমিশনার(ভূমি) তানভীর হোসেন,কাপাশহাটিয়া ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু,কামাল হোসেন।
এছাড়াও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা উজ্জল কুমার কুন্ডু ,সহকারী প্রোগ্রামার ওয়াসিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা শিউলী রাণী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্ময়কারী৷ আরিফুজ্জামান এসকল সময় উপস্থিত ছিলেন।