হরিণাকুণ্ডুতে সড়ক সড়ক দুর্ঘটনায় পাখি ভ্যান চালক নিহত

হরিনাকুন্ডু ঝিনাইদহ থেকে বাচ্চু মিয়া
  • আপডেট টাইম : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৯৪ বার পঠিত

 ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় নাজিম উদ্দিন মনো (৪০) নামে এক পাখি ভ্যান চালক নিহত হয়েছেন। রবিবার (৯ এপ্রিল )সন্ধ্যার দিকে দিকে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর ব্রিজের সামনে পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।মৃত নাজিম উদ্দিন মনো উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে।

 

 

জানা গেছে,নাজিম উদ্দিন মনো তিনিও পেশায় একজন পাখি ভ্যান চালক। রবিবার সন্ধ্যার দিকে কাঠ-বোঝাই কৃত ভ্যান নিয়ে ভবানীপুর ব্রিজে ওপর ওঠার চেষ্টা করলে উঠতে না পেরে নিজ ভ্যানে থাকা কাট তাহার গায়ের উপর পড়লে গুরুতর আহত ও রক্তাক্ত জখম হয়।পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কর্মকর্তা ডা: জামিনুর রশিদ এর সাথে যোগাযোগ করলে তিনি নাজিম উদ্দীন মনোর মৃত্যুর কথা নিশ্চিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর