ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় নাজিম উদ্দিন মনো (৪০) নামে এক পাখি ভ্যান চালক নিহত হয়েছেন। রবিবার (৯ এপ্রিল )সন্ধ্যার দিকে দিকে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর ব্রিজের সামনে পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।মৃত নাজিম উদ্দিন মনো উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে।
জানা গেছে,নাজিম উদ্দিন মনো তিনিও পেশায় একজন পাখি ভ্যান চালক। রবিবার সন্ধ্যার দিকে কাঠ-বোঝাই কৃত ভ্যান নিয়ে ভবানীপুর ব্রিজে ওপর ওঠার চেষ্টা করলে উঠতে না পেরে নিজ ভ্যানে থাকা কাট তাহার গায়ের উপর পড়লে গুরুতর আহত ও রক্তাক্ত জখম হয়।পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কর্মকর্তা ডা: জামিনুর রশিদ এর সাথে যোগাযোগ করলে তিনি নাজিম উদ্দীন মনোর মৃত্যুর কথা নিশ্চিত করেন।