হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে বাচ্চু মিয়া ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে হরিণাকুণ্ডু পৌরসভার আয়োজনে শনিবার (৫ আগস্ট) দুপুরে পৌর সভার সম্মেলন কক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মরণে স্মৃতিচারন ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র ফারুক হোসেনের সভাপতিত্বে উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রাফেদুল হক সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ সাবেক পৌর মেয়র ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু,পৌর প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান,পৌর আওয়ামীলীগের সভাপতি খাইরুল ইসলাম,তাহেরহুদা ইউপি আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম মনজের,জোড়াদহ ইউপি সাবেক চেয়ারম্যান পলাশ,চাঁদপুর ইউপি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা।
এছাড়াও জেলা যুবলীগের আহব্বায়ক আশফাক মাহমুদ জন,জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সালাউদ্দীন,সাধারণ সম্পাদক রানা হামিদ,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল রানা, উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক আব্দুল্লাহ আল মারুফ ,ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মংগল হোসেন দরাপসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকীতে, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এসময়ে বলেন,১৫ আগষ্ট জাতীয় শোক দিবস এবং সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতা কর্মীদের সজাগ থাকার আহব্বান জানান।