হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচন বেসরকারি ফলাফলে ৯টি কেন্দ্রের ঘোষিত ফলাফল
হরিনাকুন্ডু থেকে মোঃ রাব্বুল হাসান
১। নৌকা _ মোঃ ফারুক হোসেন ৭হাজার৩৪৭ ভোট ।
২। জগ _ মোঃ: টিপু মল্লিক পেয়েছেন ৪ হাজার ৯১৩ ভোট।
৩। ধানের শীষ _ মোঃ জিন্নাতুল হক খান ১১৩৮ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
৪। পাখা _ মোঃ: নাসির হোসেন ৫০৬ ভোট।
নির্বাচন অফিসার ও সহকারী রিটিার্নিং অফিসার নুর উল্লাহ ভোটের এ ফলাফল ঘোষণা করে বলেন, হরিণাকুণ্ডু পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।