হরিণাকুণ্ডু বাজার কমিটির আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

হরিনাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে মোঃ বাচ্চু মিয়া
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৪৮৭ বার পঠিত

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু বাজার সেডে বাজার কমিটির আয়োজনে আইনশৃঙ্খলা বষয়ক মতবিনিময় সভায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করলেন থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় তিনি বাজারের চারশত পয়ত্রিশ জন ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানকে চুরি,ডাকাতি সহ নানা ধরণের অপ্রিতিকর ঘটনার হাত রক্ষা করতে নানামূখী পরামর্শ সহ বিভিন্ন নির্দেশনা দেন।এছাড়াও তিনি বাজার এলাকায় সিসি ক্যামেরা নুতন স্থাপন ও নষ্ট হয়ে থাকা পুরাতন সিসি ক্যামেরা মেরামতের পাশাপাশি বাজার পাহারায় নিয়জিত দূর্বল ও রুগ্ন পাহারাদারদের অপসারণ করে সবল সাহসী পাহারাদার নিয়োগের পরামর্শ দেওয়ার পাশাপাশি বাজারে গণশৌচাগার নির্মাণের আহব্বান জানান।
বৃহস্পতিবার সকালে বাজার সেডে বাজার কমিটির সভাপতি ও সাবেক মেয়র শাহীনুর রহমান রিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুস সালাম সাঈদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান পৌর মেয়র ও পৌর আ’লীগের নেতা ফারুক হোসেন, উপজেলা মোড় বাজার কমিটির সাধারণ সম্পাদক শুভঙ্কর বিস্বাস, পৌর কাউন্সিলর আবু আসাদ রুনু, শ্রমীক নেতা নাজের আলী, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসেম আলী।

এছাড়াও বাজার কমিটির সহ-সভাপতি মতিয়ার রহমান, যুগ্ম- সম্পাদক ইবাদত হোসেন মাষ্টার,রহিত বস্ত্রবিতানের মালিক ওহিদুল ইসলাম,রুবেল বস্ত্রালয় এর মালিক রুবেল আহম্মেদ সহ বিভিন্ন গার্মেন্টস্ এর মালিক, ব্যবসায়ী দপ্তর সম্পাদক আবু সাইদ টুনু,সদস্য আব্দুল খালেক, ক্লিনিক মালিক উজ্জল হোসেন, রেজাউল ইসলাম সহ বিভিন্ন ক্লিনিক মালিক,হাসপাতাল মোড় ব্যবসায়ীদের নেতা আসাদুজ্জামান আসাদ সহ বাজার কমিটির সদস্য ও পাহারাদারগণ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর