হরিণাকুন্ডুতে হতদরিদ্র প্রদ্বিপের মহিষের আকস্মিক মৃত্যু

হরিনাকুন্ড (ঝিনাইদহ) থেকে বাচ্চু মিয়া
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১০০ বার পঠিত

 

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামে চার লাখ টাকা মুল্যের একটি মহিষ হঠাৎ মারা গেছে। মহিষটি মৃত্যুর পর হতদরিদ্র প্রদ্বিপ কুমার দাস পথে বসেছেন। তিনি মাঠ আন্দুলিয়া গ্রামের বুদ্ধিশ^রের ছেলে। রঘুনাথপুর ইউনিয়নের স্থানীয় ইউপি মেম্বর রুহুল আমীন জানান, শুক্রবার রাতে নিজের বাড়ির কলপাড়ে মহিষটির গা ধোয়াচ্ছিলেন প্রদ্বিপ। এ সময় পড়ে মৃত্যুবরণ করেন। প্রতিবেশি শফিকুল ইসলাম জানান, প্রদ্বিপ কুমার দরিদ্র শ্রেনীর মানুষ। মাহিষটি ছাড়া তার কোন সম্বল ছিল না। আকস্মকভাবে মহিষটি মারা যাওয়ায় তিন মেয়ে দিয়ে পথে বসেছেন প্রদ্বিপ। শফিকুল ইসলাম আরো জানান, মহিষটির আনুমানিক মুল্য চাল লাখ টাকা হবে। এ বিষয়ে রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান বশির উদ্দীন জানান, প্রদ্বিপের মহিষের মৃত্যুতে তিনি গভীর ভাবে শোকাহত। উপজেলা প্রশাসনের মাধ্যমে কিছু করা যায় কিনা চেষ্টা করে দেখা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর