হরিণাকুন্ডুর আলোচিত আজিজ হত্যা চেষ্টার অন্যতম আসামি গ্রেফতার

হরিণাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধিঃবাচ্চু মিয়া
  • আপডেট টাইম : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৭৮ বার পঠিত

 

 

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আলোচিত হসপিটালের টিকাদান কর্মী আজিজ মালিতাকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার অন্যতম পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে পৌরসভাধীন বৈঠাপাড়া জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারত তৌফিকুর রহমান ওরফে (পাভেল) উপজেলার দৌলতপুর ইউনিয়নের রামচন্দ্রপুর (কাদিখালী) গ্রামের মৃত নজরুল মালিতা বাচ্চুর ছোট ছেলে।
জানা যায়, গত ৩১ জুলাই হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত টিকাদান কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় একই গ্রামের মঈনুল সুলতান ওরফে বিদেশী সোহেল, তৌফিকুর রহমান ওরফে পাভেলসহ ৫/৬ জনকে আসামি করে হরিণাকুন্ডু থানায় মামলা দায়ের করেন আহতের স্ত্রী পারুল খাতুন।

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান, শুক্রবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তৌফিকুর রহমান ওরফে পাভেল উপজেলার বৈঠাপাড়া জামে মসজিদ এলাকায় অবস্থান করছে। এসময় পুলিশ ঘটনাস্থলে গেলে আসামি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর