হরিণাকুন্ডু নারায়কান্দী গ্রামের কোরবানির মাংস নিয়ে যে সব সোসাল মিডিয়া প্রকাশ করা হয়েছে তা মিথ্যা ভিত্তিহীন জানালেন নারকান্দী মসজিদ কমিটির সভাপতি

হরিণাকুণ্ডু থেকে মোঃ রাব্বুল ইসলাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৬৫১ বার পঠিত

হরিণাকুন্ডু নারায়কান্দী গ্রামের কোরবানির মাংস নিয়ে যে সব সোসাল মিডিয়া প্রকাশ করা হয়েছে তা মিথ্যা ভিত্তিহীন জানালেন নারকান্দী মসজিদ কমিটির সভাপতি,সাধারন সম্পাদক,ক্যশিয়ার,সাধারন জনগন,ও ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ শহিদুল ইসলাম।
তাহারা জানাই এলাকার মান ক্ষুন্ন করার জন্য কিছু কুচক্র মহল এমন মিথ্যা সংবাদ প্রচার করছে।
ভোক্তভোগি জানাই এলাকার সাধারন বিষয়ে নিয়ে এসব করা ঠিক নয়। শহিদুল জানাই কোরবানির মাংস আনার জন্য কমিটির লোকজন বারবার আমাকে খবর দিয়েছে আমার কাজ থাকার কারনে আমি যেতে পারি নাই,আর আমার ভাগের অংশ কখনো পিকনিক করতে পারে না এবং করবে না, যে সব কথা বিভিন্ন ভাবে ছড়ানো হচ্ছে তা মিথ্যা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর