ঝিনাইদহ হরিণাকুন্ডুতে বাংলাদেশ ছাত্রলীগের সরকারি লালন শাহ কলেজ শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সরকারি লালন শাহ্ কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা মিছিল বের করে, উপজেলা মোড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে সরকারি লালন শাহ কলেজ চত্তরে ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহম্মেদের পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিগ্যান আলী। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সদস্য শাকিল আহমেদ, বিপ্লব হোসেন, শহীদুজ্জামান রুবেল আলামিন সহ কলেজ ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।দীর্ঘদিন করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কলেজ কেন্দ্রীক রাজনীতি স্থগিত হয়ে যাওয়া ছাত্র রাজনীতির গতি সঞ্চালনে এই কর্মীসভার আয়োজন করে কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।