হরিনাকুণ্ডুতে জাতীয় সমবায় দিবস পালিত

হরিনাকুন্ডু ঝিনাইদহ থেকে বাচ্চু মিয়া
  • আপডেট টাইম : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৯৬ বার পঠিত

 বঙ্গবন্ধু দর্শন,সমবায় উন্নয়ন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে ৫১ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন,র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে প্রধান অথিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান।

 

এসময় সমবায় কর্মকর্তার সহকারী পরিদর্শক হায়দার আলীসহ উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ীরা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা জাতীয় সমবায় দিবস ও দিবস পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর