হরিনাকুণ্ডুতে বেগম রোকেয়া দিবস পালিত

হরিনাকুন্ড (ঝিনাইদহ) থেকে বাচ্চু মিয়া
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ বার পঠিত

 

 

ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয়িতা অন্বেষণে বাংলাদেশ’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হুোসাইন,বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন হরিনাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম,
হরিনাকুণ্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন,সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুক্তার আলী,জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম।এছাড়াও অতিথিদের মধ্যে প্রেস ক্লাব হরিনাকুণ্ডুর সভাপতি এইচ মাহবুব মিলু,হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজুসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জয়িতার অন্বেষণে শ্রেষ্ঠ জয়িতা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন এর সহধর্মিনী ড, ফিরোজা বানুসহ বিভিন্ন স্তরে পাঁচজন জয়িতা সন্মাননা স্বরুপ ক্রেস্ট,সনদপত্রে ও ফুলের তোড়া প্রদান করা হয়।

একই সময়ে দুর্নীতি প্রতিরোধ দিবস- ২০২২ পালনে মানববন্ধনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে,অধ্যক্ষ শরিফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দ দুর্নীতি প্রতিরোধে করনীয় নির্ধারনে বিষদ ভাবে আলোচনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর