হরিনাকুণ্ডুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ সেমিনার অনুষ্ঠিত

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২২৩ বার পঠিত
 ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার আইন ২০১৯ উদযাপন উপলক্ষে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে হরিনাকুণ্ডু উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এঁর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের পরিচালক মোঃ জিয়াউল হক, সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ, হরিনাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো শুভগত বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, বিআর ডিবি কর্মকর্তা আমজাদ হোসেন,ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার জামাল হোসেন,প্রেস ক্লাব সভাপতি সাইফু -জাম্মান তাজু,জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, শিক্ষক, সাংস্কৃতিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। বক্তারা জনসাধারণকে ভোক্তা অধিকার আইনের ব্যাপারে সচেতনতা অবলম্বনে আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর