ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় দুই মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। বুধবার (২৩ফেব্রুয়ারি) সকালে উপজেলার পারবর্তীপুর মাছের আড়ত নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামের মৃত নফিজ উদ্দিনের ছেলে মোঃ পুলক হোসেন (৪০),একই উপজেলার মৃত সালাউদ্দিন এর ছেলে মোঃ রিন্টু হোসেন। হরিনাকুন্ডু উপজেলার পোতলাডাঙ্গা গ্রামের হাকিম এর ছেলে মোঃ আব্দুলাহ। জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে মটরসাইকেলে যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে হরিনাকুণ্ডুতে যাচ্ছিলেন।
এসময় বিপরীত দিক থেকে আব্দুলাহ আরেকটি মটরসাইকেলে একই উপজেলার উদ্দেশ্য যাচ্ছিল। হঠাৎ দুই মোটরসাইকেল ঘটনা স্থল পার্বতীপুর মাছের আড়ত তিন রাস্তার মোড়ে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিনাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়।
এদের মধ্যে আব্দুল্লাহ এর অবস্থা আসংখ্যজনক হওয়ায় উন্নিত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এঘটনায় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ বলেন, সড়ক দুর্ঘটনা কবলিত হয়ে তিন জন আহত অবস্থায় হাসপাতালে আসলে তাদের তাত্ক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে আহত ২ জন হরিনাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।