হরিনাকুণ্ডুতে ১৫০ গ্রাম গাঁজা সহ যুবক আটক

হরিনাকুণ্ডু(ঝিনাইদহ)থেকে রাব্বুল হুসাইন
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫০ বার পঠিত

 

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ১৫০ গ্রাম গাঁজাসহ সজিব বিশ্বাস বিদ্যুৎ (১৯) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ই ফেব্রুয়ারি) সন্ধ্যা রাতে উপজেলার দোয়েল চত্বর মোর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক পাচারকারী সজিব বিশ্বাস বিদুৎ হরিনাকুণ্ডু উপজেলার চিথলিয়া-বাগদীপাড়া গ্রামের সমীর বিশ্বাসের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে হরিনাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুল রহিম মোল্লার নির্দেশে (এসআই) হুমায়ূন নেতৃত্বে একদল পুলিশ দোয়েল চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক (গাঁজা) ক্রয়-বিক্রয় করার সময় পুলিশ তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে হরিনাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আব্দুল রহিম মোল্লা বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।এবং আসামীকে জেলা হাজতে প্রেরন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর