(ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের নব নির্বাচিত দুইবারের সভাপতি দৈনিক নবচিত্র,দৈনিক প্রতিদিনের কথা ও জাতীয় দৈনিক ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার হরিনাকুন্ডু প্রতিনিধি এইচ মাহাবুব মিলুর আজ শুভ জন্মদিন।
সুখ-দুখ,হাসি-কান্না,জীবনের ভালোলাগা মুহুর্ত আর সকলের নিরন্তন ভালোবাসা নিয়ে আজ পদার্পণ করলেন আরেকটি নতুন বছরে শুভ জম্মদিন। প্রতিটি দিন কাটুক ফুলের সুভাষে তারুণ্যের উচ্ছাসে। প্রতিষ্ঠিত হোক কর্মময় জীবন।
একজন দক্ষ সংগঠক হিসাবে আগামীতেও তার এ সাহসী পথচলা অব্যাহত থাকবে। তিনি আছেন এবং ভবিষ্যতেও থাকবেন মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে। মানুষের ভালোবাসা,সম্মান আর শ্রদ্ধাবোধই তাঁর এ চলার পথ আরও প্রসারিত হবে।
আপনার আগামী দিনের পথচলা হোক আরো সুন্দর ও গতিময়। আল্লাহ্ আপনাকে নেক হায়াত দান করুক, আমিন।