হরিনাকুন্ডুতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হরিনাকুন্ডু থেকে মো রাব্বুল হুসাইন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৫৪২ বার পঠিত

 

ঝিনাইদহে হরিনাকুন্ডুতে পেঁয়াজ, পাট ও মাসকালাই চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ করতে ও এসব ফসলের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের বাছাইকৃত ৪৩০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো জাহাঙ্গীর হুসাইন, সংসদ সদস্যের প্রতিনিধি মো: রওশন আলী,পৌর মেয়র ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, প্রেস ক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজুসহ অনেকেই।উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান জানান,চলতি মৌসূমে উপজেলার প্রান্তিক কৃষকের মাঝে ১ কেজী পেয়াজের বীজ ২০০ জনের , পাট বীজ ৫০০ গ্রাম ৫০ জনের, মাসকলাই ৫ কেজী করে ১৮০ জন, কৃষকের মাঝে সার ও বীজ স্বাস্থ্যববিধি মেনে পর্যায়ক্রমে বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর