হরিনাকুন্ডুতে পানের বরজে আগুন স্বপ্ন পুড়ে ছাই
(হরিনাকুন্ডু থেকে মো: রাব্বুল ইসলাম)
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের শিতলী গ্রামের পান বোরজে হঠাৎ আগুনে পুড়ে কৃষকের প্রায়শতবিঘা জমির পানক্ষেত সম্পন্ন পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দুপুরে হঠাৎ অজানা কারণেই এ আগুন জ্বলতে দেখে চিৎকার চেচামেচি করলে এলাকার শতশত পানচাষি একত্রে মিলে আগুন নেভানোর চেষ্ঠা করলেও তাতে কোন কাজে আসেনী। পরে মসজিদের মাইকিংয়ে আগুন ধরছে পানের মাঠে এমন খবর প্রচার করলে এলাকাবাসি ও হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করতে করতে আগুন আরোবেশী গতিতে ছড়িয়ে পড়ে।
এদিকে ঝিনাইদহ ফায়ার সার্ভিস এর আরো একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপপি চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষনে শিতলী গ্রামের প্রায় শতবিভা জমির পানক্ষেত পুড়ে ছাই। এলাকা বাসির ধারণা ধুমপানের আগুনে আগুন ধরলেও ফায়ার সার্ভিস এখনো আগুনের সুত্রপান জানাতে পারেনী।
এ ব্যাপারে হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ আয়ুব হোসেন চৌধুরী,পানক্ষেতে যাওয়ার কোন রাস্তা না থাকায় অনেক দেরী হয়েগেছে। পরে কোন উপায় না পেয়ে ফসলের মধ্যদিয়েই ঘটনাস্থানে এসে আগুন নিয়ন্ত্রণ করি।
ক্ষতিগ্রস্থ পানচাষিরা হলেন,ঝন্টু,পিতা ইতাহার লস্কার,তার ১৩ কাটা জমির পানক্ষেত পুড়ে ছাই হয়ে গেছে তাতে তার ক্ষয়ক্ষতির পরিমান,১ লক্ষ টাকার সম পরিমান,মতিয়ার রহমান পিতা আপিল উদ্দিনের পনেরা কাটা(১৫) জমির পানক্ষেত পুড়ে ছাই হয়ে গেছে আর এত তার ক্ষয়ক্ষতির পরিমান দাড়ায় প্রায় দুই (২) লক্ষ টাকার মতো,এছাড়াও রতন আলী পিতা মোনার এক বিঘা,মশিউর রহমান,পিতা সিরাজের এক বিঘা,সিদ্দিক পিতা,ফজলা করিম,সেলিম,পিতা গনিরদ্দি,কুরবান,পিতা,গনিরদ্দি,টুলু,পিতা সাকের আলীর দশকাটাসহ শতশত কৃষকের পানক্ষেত পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনে ক্ষতিগ্রস্থ পানচাষি বলেন,আমারসহ আমাদের এলাকার পানচাষিরা শেষ। সরকার যদি আমাদের পাশে না দাড়ায় তাহলে আমাদের পথেবসা ছাড়া আর কোন উপায় থাকবে না।