হরিনাকুন্ডুতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২০
  • ৬৯৮ বার পঠিত

হরিনাকুন্ডুতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষন

হরিনাকুন্ডু থেকে মো : রাব্বুল ইসলাম

ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলার ৫ নং কাপাশাটিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে বুদ্ধি ও শারিরিক প্রতিবন্ধীকে জোর পূর্ব ধর্ষন করেছে একই গ্রামের মৃত কাঙ্গালী মন্ডলের ছেলে সদর মন্ডল(৬০)। ভুক্তভোগির পরিবারের ভাই জানাই তাহার ছোট বোন জন্মথেকেই প্রতিবন্ধী অনেক কষ্ট করে মানুষ করছি।দীর্ঘ দিন ধরে সদর উদ্দীন আমার বোনকে ধর্ষন করে আসছে মানা করলে কোন কথা শোনে না। মানস্মানের ভয়তে কোন কথা বলতে পারি না। বার বার সর্তক করার পরও সদর উদ্দীন এগুলো করে থাকে। একই গ্রামের মন্টু মালিতা বলে আজ আমি ঘটনা সম্পর্কে জানি বেলা ৯ টার দিকে সদরের পানবরজ থেকে প্রতিবন্ধী ও সদর উদ্দীন কে বিবস্ত অবস্থায় ধর্ষন করতে দেখেছি এবং প্রতিবন্ধীকে উদ্ধার করে তাহার পরিবারের কাছে হস্তান্তর করেছি। ভুক্তভোগী পরিবারের দাবি সদরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্তা করা হক যাতে করে আর কোন মেয়ে যেন ধর্ষনের স্বীকার না হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর