হরিনাকুন্ডুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ রাব্বুল হুসাইন,হরিণাকুন্ড
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৫২৮ বার পঠিত

 

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিস সুলতানার নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
বৃহস্পতিবার বিকালে অভিযানে উপজেলার আব্দুল মমিন পিতা মসলেম উদ্দীন-কে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে প্লাস্টিক পণ্য ও মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখার দ্বায়ে এক হাজার টাকা ,রকিব হোসেন পিতা মোঃ গোলাম মস্তফা তাহসিন ষ্টোর-কে এক হাজার টাকা, একই সময়ে গোধূলী সিনেমা হল বাজারে অসিত কুমার সাধুখা এক হাজার টাকা, রুদ্র কুমার পিতা বাসুদেব ঘোষ ও কৃষ্ণ ঘোষ এন্ড মিষ্টান্ন ভাণ্ডার-কে দণ্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫’শত টাকা, লাইসেন্স ছাড়াই মাতৃদুগ্ধ শিশু খাদ্য আইনে ২০১৩ এর ৫ ,১২, ১৯ ধারায় খাদ্য রাখার দ্বায়ে রাজু আহম্মেদ,পিতা মৃত দেলওয়ার হোসেন রাজুষ্টোর-কে দুই হাজার টাকা , রোকন উদ্দীন, পিতা বাবর আলী,সাব্বির কসমেটিক্সেকে এক হাজার ৫০০’শত টাকা সর্বমোট ৭ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেলিম আহমেদ, জেলা পাট কর্মকর্তা কে এম আব্দুল বাকী, ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে থানা পুলিশ ও নির্বাহী অফিসারের অফিস সহকারী আসাদুল ইসলাম, প্রসেস সার্ভার মঞ্জু মিয়া সহযোগিতা করেন।
সৈয়দা নাফিস সুলতানা বলেন, উপজেলার সর্বত্র পণ্যে ভেজাল, মেয়াদোর্ত্তীণ পণ্য বিক্রি, পাটজাত মোড়ক ব্যবহার করা সহ, সংশ্লিষ্ট সকল ব্যবসায়িকদের-কে সচেতন করেন

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর