হরিনাকুন্ডুতে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার,ভ্রাম্যমানআদালতে তিন মাসের কারাদণ্ড।
হরিনাকুন্ডু থেকে মো: রাব্বুল ইসলাম
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা জীবন হোসেন (২০) নামে এক মাদক সেবিকে গ্রেপ্তার করেছে হরিনাকুন্ডু থানা পুলিশ।
গ্রেপ্তাকৃত জীবন হরিনাকুন্ডু উপজেলা টাওয়ার পাড়ার ছানোয়ার হোসেনের ছেলে। শনিবার দুপুরে পৌরসভার পেট্রোলপাম্প সংলগ্ন এলাকা থেকে গাঁজা সেবনকালে পুলিশ তাকে গ্রেফতার করে।
এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ ভ্রাম্যমান আদালতে আটক যুবককে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা মাদক নিয়ন্ত্রণ আইনে ৩মাসের জেল ও ১৫শ’ জরিমানা করেন।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, ভ্রাম্যমান আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।