নিখোঁজের ১০ দিন পর হারাগাছ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে হারাগাছ পৌরসভার সারাইবাজার সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদের সেফটি ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মঙ্গা মিয়া পার্শ্ববর্তী নিউ কাজিপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। সে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতো। দুই মাস আগে চাকরি ছেড়ে বাড়িতে চলে যায় সে।
মঙ্গার মা শাহানা বেগমের অভিযোগ, গত ১৭ ডিসেম্বর রাতে সারাই আমবাগান এলাকায় ইসলামী জলসা থেকে তার ছেলে মঙ্গাকে প্রতিবেশী লিয়ন ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ।
সেদিনের পর বহু খোজাখুজি করে তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে হারাগাছ থানায় জিডি করা হয়। শুক্রবার বিকেলে ব্যাডমিন্টন খেলতে গিয়ে মাদ্রাসা ছাত্ররা একটি মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তেন জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ এর উপ কমিশনার মুত্তাকি ইবনু মিনান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত করলে মৃত্যুর কারণ জানা যাবে।