অবশেষে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে আসলো মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল।
মিশা ও জায়েদ ভোট পেয়েছেন যথাক্রমে ২২৭টি ও ২৮৪টি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি সভাপতি পদে মৌসুমী ১২৫টি ভোট পেয়েছেন। আর ইলিয়াস কোবরা পেয়েছেন ৬৮টি ভোট।
বিপুল ভোটে নির্বাচিত হলো নির্বাচনে অংশ নেয়া পুরো প্যানেলটি। সভাপতি পদে স্বতন্ত্র ভাবে মিশা সওদাগরের প্রতিদ্বন্দ্বি ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। আর সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন খল অভিনেতা ইলিয়াস কোবরা।
এর আগে শুক্রবার নির্ধারিত সময় সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল সাড়ে ৫ পর্যন্ত। এরপরই শুরু হয় ভোট গণনা। শেষ হয় রাত ২টা নাগাদ। নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে ছিল এফডিসি, তবে পাশাপাশি ছিল কঠোর নিরাপত্তা বেষ্টনীও।