২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক দম্পতি আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৫৫১ বার পঠিত

মেহেরপুরে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক দম্পতি আটক
https://aparadhtv.com/wp-content/uploads/2019/11/75594354_521699841893005_3712313746316591104_n-1.jpg
মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহারুল ইসলাম ও তার স্ত্রী রেনুকা কে ডিবি পুলিশ আটক করেছে।

আটক শাহারুল রেনুকা মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের বাসিন্দা। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মেহেরপুর ডিবির এসআই আব্দুল্লাহ-আল-মামুন ইব্রাহিম বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করা হয়। ফেনসিডিল রাখার অপরাধে গত ৩ নভেম্বর মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক এই দম্পতিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের জেল দেন। ঐ সময় তারা পলাতক ছিল।
তথ্য- গাংনীর চোখ:

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর