৭১ বাংলা টেলিভিশনের নিয়োগ পেলেন পাভেল ও রাকিবুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৬৫৭ বার পঠিত

৭১ বাংলা টেলিভিশনের নিয়োগ পেলেন পাভেল ও রাকিবুল


৭১ বাংলা টেলিভিশনের নিয়োগ পেয়েছে নুরুজ্জামান পাভেল ও রাকিবুল ইসলাম কবি। সোমবার দুপুরে তাদের হাতে নিয়োগ পত্র ও রিসিভার তুলে দেন প্রতিষ্ঠানে চেয়ারম্যান। কাজলা নিউজের প্রকাশক ও দৈনিক মাটির পৃথীবির প্রতিনিধি নুরুজ্জামান পাভেলকে মেহেরপুর জেলা প্রতিনিধি ও কাজলা নিউজের সম্পাদক ও দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার প্রতিনিধি রাকিবুল ইসলাম কবিকে গাংনী উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তারা পেশাগত দায়িত্ব পালনে সহকর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারী কর্মকর্তা সহ সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন। ক্যাবল অপারেটরদের মাধ্যমে Downlink Paramiter: 71 Bangla tv, 49.0E Degree, Frequency: 4183L, Symbol: 18400 https://www.lyngsat.com/tvchannels/bd/71-Bangla-TV.html ৭১ বাংলা টেলিভিশন দেখা যাবে। এছাড়া জাগো বিডি ও ফেসবুক থেকেও সরাসরি দেখা যাবে এ চ্যানেলটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর