৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে রাণীশংকৈলে আলোচনা সভা
মাহাবুব আলম রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
“শেখ হাসিনার বারতা নারী_পুরুষ সমতা” “করোনা কালে নারী নেতৃত্ব ,গড়বে নতুন সমতার বিশ্ব” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৮ মার্চ সোমবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে এবং ইএসডিও, জননী সেবা সংস্থা,উষা সমাজ কল্যাণ সংস্থা, সিডিএসহ স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের সহোযোগিতায় দিবসটি উপলক্ষে ৮ মার্চ সোমবার সকালে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির”র সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, নব নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, বীর মুক্তি যোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
আরো বক্তব্য দেন, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ইএসডিও প্রেমদ্বীপ ম্যানেজার খায়রুল আলম, তথ্য কর্মকর্তা মোছাঃ হালেমা, সাধারণ নারী কর্মি হেমতা বালা রায়, ইউপি সদস্য নাসিমা হক,
এছাড়াও বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়নের মহিলা সদস্য, স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের সদস্যবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রড প্রশিক্ষক সামীমা আকতার।